সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : হাসানাত আমিনী
- ২৫ মে ২০২৪, ০১:৫৯
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, সরকার যতই উন্নয়নের গল্প বলুক দেশ আসলে গভীর সঙ্কটে নিমজ্জিত হচ্ছে। সরকারের মন্ত্রী ও নেতা-পাতি নেতারা আরাম আয়েশে দিন কাটাচ্ছে। অথচ মূল্যবৃদ্ধির ফলে দেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে পারছে না। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতি, পিওন থেকে শুরু করে সচিব, মন্ত্রীরা পর্যন্ত জনগণের কষ্টার্জিত অর্থ লুট করে খাচ্ছে। স্বাধীন দেশে এই অন্যায় চলতে পারে না, চলতে দেয়া যায় না। ইসলামী ঐক্যজোট এসব অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করে যাবে ইনশা আল্লাহ।
গতকাল এক বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের বিদ্যুৎ খাত আজ ভয়াবহ লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে। সরকার ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুতের মূল্য আদায় করে ১৪ হাজার মেগাওয়াট জনগণকে সাপ্লাই দিয়েছে। বাকি ১৬ হাজার বিদ্যুতের মূল্য কুইক রেন্টাল কোম্পানিগুলোকে ডলারে পরিশোধ করে জনগণকে নিঃস্ব করে দিয়েছে। সরকারের এই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা