চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- চট্টগ্রাম ব্যুরো
- ২৩ মে ২০২৪, ০০:০০
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহরে বিদ্যুৎস্পৃষ্টে সুমন প্রকাশ রামু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইসমাইল সুকানি স্কুল সংলগ্ন হাজী ইউসুফ মঞ্জিলের পাশ থেকে গতকাল বুধবার পুলিশ তার লাশ উদ্ধার করে। মারা যাওয়া সুমন বন্দরটিলার বাসিন্দা। তিনি বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করতেন।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ হোসাইন বলেন, ভাঙ্গারির দোকানে বিক্রির উদ্দেশ্যে একটি পরিত্যক্ত ঘর থেকে জং ধরা একটি ঢেউটিন টান দিলে পাশে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয় সুমন। পরে সেখানে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।