১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ্বিতীয় ধাপে যারা বিজয়ী হলেন

-

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল মঙ্গলবার দেশের ১৫৬ উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে এতে ভোটারের উপস্থিত ছিল বেশ কম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ৩০ শতাংশের মতো ভোট পড়ার কথা জানিয়েছেন।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান,পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া। ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফাতেমা ইয়াসমিন পপি।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান,ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি (বর্তমান উপজেলা চেয়ারম্যান) দোয়াত কলম-প্রতীকের মোফাজ্জল হোসেন খান।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের শেখর বিশ্বাস নব্বই হাজার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তালা প্রতীকের মো. ওমর ফারুক।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপক হোসনে আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী পুনরায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ জাফর আলম (ঘোড়া) প্রতীক।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শামীম আহমেদ সাগর (কাপ-পিরিচ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম)।
বগুড়া অফিস জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আমিনুর রহমান মহলদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা এগিয়ে ছিলেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতা দোয়াত-কলম প্রতীকের হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ভোট। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীকের আবু হোসেন ভূঁইয়া রানু পেয়েছেন ২০ হাজার ৪,৩৪ ভোট।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট।
চকরিয়া (কক্সবাজার) উপকূল সংবাদদাতা জানান, কক্সবাজারে পেকুয়া উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা শাফায়েত আজিজ রাজুই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তৃতীয়বার তিনি নির্বাচিত হয়েছেন। মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ২৯৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী রুমানা আকতার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫৩৪ ভোট। শাফায়েত আজিজ রাজু পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভাইস চেয়ারম্যান পদে বুলবুল হাসান পিপুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারগিস আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছা উপজেলায় তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। তিনি এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনারস প্রতীকে ৩৩ হাজার ৫৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা ও নাছিমা খানম নির্বাচিত হয়েছেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ছয় হাজার ৩৩৪ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন (৮১৯৫৯) ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন বাবু পেয়েছেন ৭৫৬২৫ ভোট।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান পদে সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল