চন্দনাইশ-পটিয়া সীমান্ত থেকে রাখাল কৃষিশ্রমিকসহ ৯ জনকে অপহরণ
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২১ মে ২০২৪, ০০:৩৫
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পটিয়া উপজেলা সীমান্তবর্তী পাহাড়ি এলাকার হাসিল কেডা স্থান থেকে কৃষিশ্রমিক রাখালসহ ৯জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল ২০ মে বিকেলে কাজ শেষে ফিরে আসার সময় তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দরাস কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস শুক্কুর কোম্পানি। অপহরণ ৯ জনের সঠিক নামঠিকানা জানা না গেলেও স্থানীয়ভাবে জানা গেছে, তারা সবাই চন্দনাইশ উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা হলেন কাঞ্চননগর ইউনিয়নের ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের দানেশ মেম্বারের ছেলে মুসা, ঘরজামাই মহিউদ্দিন, মোহাম্মদ ফোরকানের ছেলে আরমান, ভেট্টা মিয়ার ছেলে নওশা মিয়া, মো: ইউনুসের ছেলে হৃদয়, ঘরজামাই কালু মিয়া, নুরুল আনোয়ারের ছেলে মোহাম্মদ ইউনুস ও অন্য দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আনিস জানান, পাহাড়ি সন্ত্রাসীদের সাথে মুক্তিপণের ব্যাপারে কথাবার্তা চলছে। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মুক্তিপণ নিয়ে আলোচনা চলছিল বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যান আব্দুস শুক্কুর জানান, যেহেতু কথাবার্তা চলছে তাই তারা থানায় কোনো ইনফরমেশন দেয়নি। গতকাল রাতে যোগাযোগ করা হলো চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, অপরণের বিষয়টি শুনেছেন। তবে এলাকাটি পটিয়া থানার আওতায় পড়েছে। যোগাযোগ করা হলে পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জসিম উদ্দিন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।