বিরোধী দলবিহীন পার্লামেন্টের নামে দেশের সম্পদ নষ্ট করার এখতিয়ার কারো নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ
- ০৮ মে ২০২৪, ০০:০৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের সামগ্রিক কর্মকাণ্ড চরম উদ্বেগজনক। প্রধানমন্ত্রী বলেছেন, ’৭৩ সালের পর সবচেয়ে ভালো এবং উৎসবমুখর নির্বাচন হয়েছে ৭ জানুয়ারি। আসলেই প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, আসলেই ’৭৩ সালে বিরোধী দলবিহীন জঘন্য নির্বাচন এবং ৭ জানুয়ারির নির্বাচনও বিরোধী দলবিহীন একই কায়দায় হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো কোনো নির্বাচনই না। তিনি বলেন, বর্তমান পার্লামেন্ট অবৈধ পার্লামেন্ট। এ পার্লামেন্টের কোনো প্রয়োজন নেই, বিরোধী দলবিহীন পার্লামেন্টের নামে এত টাকা খরচ করার কোনো মানে হয় না।
গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে শহরের ভুবন মোহন পার্কে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ। দলের রাজশাহী জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা