১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ

-

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে গ্যালারিতে থাকে অতিরিক্ত চাপ। আগামী ১ জুন শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। আসরের গ্রুপ পর্বেই ৯ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে টিকিটের দাম এরই মধ্যে দ্বিগুণ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ইতোমধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের এক হাজার ৩০০ মার্কিন ডলার মূল্যের টিকিট বেড়ে ছাড়িয়েছে দুই হাজার ৫০০ মার্কিন ডলার। প্রায় এক দশক ধরে এই দুই দল মুখোমুখি হয় শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্টে। টিকিটের চাহিদা বেড়ে যাওয়ার কারণও রয়েছে। দুই দলের মুখোমুখি লড়াই কমে যাওয়া; এবারই প্রথম যুক্তরাষ্ট্রে খেলবে ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও পাশের কানাডায় থাকা বিপুলসংখ্যক ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের কারণে টিকিটের এমন চাহিদা। বিশ্বকাপের এমন রোমাঞ্চকর ম্যাচের ভেনু নাসাউ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৪ হাজার।

 

 


আরো সংবাদ



premium cement