ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গেন্ডারিয়া শাখায় করা প্রতারণা মামলায় ২ আসামি গ্রেফতার
- ০৪ মে ২০২৪, ০১:৫৩
গেন্ডারিয়ায় বসবাসরত নিউ সদরপুর স্টিল হাউজের মালিক জসিমউদদীন ও তার স্ত্রী খাদিজা আক্তার এমি বৃহস্পতিবার নিজ বাসা থেকে গ্রেফতার হন। তাদের গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন গেন্ডারিয়া থানার এসআই ফিরোজ মাসুদ। ইসলামী ব্যাংক গেন্ডারিয়া শাখার প্রধান মোশতাক আহাম্মদের নিকট থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। মামলার এজাহারে জানা যায় যে, নিউ সদরপুর স্টিল হাউজের মালিক জসিমউদদীন বিগত ০২/০৫/২০১৬ তারিখে তার প্রতিষ্ঠানের নামে ব্যবসার উদ্দেশ্যে ইসলামী ব্যাংক গেন্ডারিয়া শাখা থেকে দুই কোটি বিশ লাখ টাকা বিনিয়োগ গ্রহণ করেন। বিনিময়ে নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জ থানায় সানারপাড় নামক স্থানে তার স্ত্রী খাদিজা আক্তার এমির নামে হেবাকৃত ১৪.৭৫ শতাংশ জমি মর্টগেজ হিসেবে দেয়া হয় যা পূর্বেই এবি ব্যাংক পাগলা শাখায় মর্টগেজকৃত। উল্লেখ্য যে, বিনিয়োগসুবিধা নেয়ার পর থেকে গ্রাহক ব্যাংকের টাকা পরিশোধে গড়িমসি করছেন। ফলে তার নামে পূর্বে একাধিক চেক ডিজঅনারের মামলা এবং অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা হয়, কিন্তু গ্রাহক তাতেও কোনো সাড়া না দেয়ায় গত ২৫/৩/২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট-২৩ এ ১৮৬০ সালের পেনাল কোড ধারা ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৭১, ৪৭৪, ৩৪ এবং ৪০৬ মোতাবেক মামলা রুজু করা হয়। বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে সমন জারি করেন কিন্তু আসামিদ্বয় কোর্টে হাজির না হওয়ায় গত ২৩/০৪/২০২৪ তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা