ওমরায় যাচ্ছেন মির্জা ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- ০১ মে ২০২৪, ০১:৫৬
পবিত্র ওমরাহ হজ পালনে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার আগে মে দিবস উপলক্ষে আজ পয়লা মে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশ আয়োজন করেছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্তির পর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ২৩ মার্চ দেশে ফিরেন তিনি ।
দেশে ফিরেই ২৫ মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর মাঠের রাজনীতিতে সক্রিয় হন বিএনপি মহাসচিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা