শোক সংবাদ
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:২২
মো: রফিকুল ইসলাম
বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ( দিবা শাখা) মো: রফিকুল ইসলাম (৫৯) স্ট্রোকজনিত কারণে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দু ছেলে ও এক মেয়ে, অসংখ্য সহকর্মী ও ছাত্রছাত্রী রেখে গেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল। বাদ জোহর জিলা স্কুল প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে শাজাহানপুর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জিলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, সহকারী প্রধান শিক্ষক ( প্রভাতী শাখা) মো: আনোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। বগুড়া অফিস।
নাজির হোসেন টুনু
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার প্রবীণ সদস্য (রুকন) নাজির হোসেন টুনু বার্ধক্যজনিত কারণে ২৪ এপ্রিল রাত ১টায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল হরিপুর চাত্রা গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে।
ফরহাদ হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার সদর উপজেলার নবীন সদস্য (রুকন) ফরহাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫ এপ্রিল ২৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রামডুবি মোড় ফুলবন ফাজিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী : নাজির হোসেন ও ফরহাদ হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গতকাল শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, নাজির হোসেন ও ফরহাদ হোসেনের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের দু’জন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। আমি তাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। বিজ্ঞপ্তি।