১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রমিজ খানের ইন্তেকাল

-

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ছড়াকার মো: রমিজ খান (৬৩) ঢাকার একটি হাসপাতালে গত সোমবার বিকেলে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা প্রেস ক্লাব মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, সাবেক এআইজি মালিক খসরু, কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে কুমিল্লা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধা জানানো হয়। বাদ জোহর তার নিজ বাড়ি নগরীর উত্তর চর্থা এলাকায় দ্বিতীয় জানাজা শেষে টমছমব্রিজ নগর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিএফইউজের শোক
রমিজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী গতকাল সোমবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 


আরো সংবাদ



premium cement

সকল