শোক সংবাদ : মো: খলিলুর রহমান
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান (বীর প্রতীক) বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে নেত্রকোনা উত্তর সাতপাই নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অসুস্থ স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তিনি বার্ধধ্যজনিত কারণে নানান রোগে ভুগছিলেন। শনিবার বিকেলে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সাতপাই পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বীর মুক্তিযোত্থা আশরাফ আলী খান খসরু এমপি, সাজ্জাদুল হাসান এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: হাবিবুর রহমান খান রতনসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।