জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিনের ভাইয়ের ইন্তেকাল
- সিলেট ব্যুরো
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের বড়ভাই বদরুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আষ্টঘরি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
মরহুমের নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, সিলেট মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জমির উদ্দিন, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির মাওলানা মোস্তফা উদ্দিন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।
শোক : বদরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গতকাল এক শোকবাণীতে বলেন, কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলে আল্লাহ তায়ালা তার এ বান্দার জন্য একান্ত সাহায্যকারী হোন এবং মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন, তার ওপর রহমত করুন, জীবনের সব নেক আমলগুলো কবুল করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন।
তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবরে জামিল দান করুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা