চট্টগ্রামে কিশোর গ্যাং মামা গ্রুপের প্রধানসহ গ্রেফতার ৭
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০৩
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীতে ডাকাতির প্রস্তুতির সময় কিশোর গ্যাং মামা গ্রুপের প্রধান মোহাম্মদ সিফাত হোসেনসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো: নুরুল আবছার এ তথ্য জানান।
গ্রেফতার অন্যরা হলেন- কামরুল ইসলাম (৩৪), মনির হোসেন (৩৭), মোহাম্মদ সোহেল (২৫), মোহাম্মদ কাওসার (২৩), মনির আহমদ (২৪) ও মোহাম্মদ সোহেল (২০)।
সিনিয়র সহকারী পরিচালক মো: নূরুল আবছার বলেন, ঈদকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। তাদের কাছ থেকে দু’টি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং টিপছুরি এবং দু’টি স্টিলের ক্ষুর জব্দ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা