সিরিয়ার ১০ সরকারি কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ মার্চ ২০২৪, ০১:৫৭
সিরিয়ার কয়েকজন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে দেশটির জনগণের ওপর আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘনসহ একাদিক অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার নতুন এক নিয়ম অনুযায়ী দেশটির সরকারি দায়িত্বের সাথে যুক্ত আছেন বা ছিলেন এমন ১০ নাগরিকের ওপর এ এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন। সিরিয়ার ওই ১০ কর্মকর্তার পাশাপাশি তাদের পরিবারকেও ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ১১ সিরিয়ার কর্মকর্তাকে ভিসা দেবে না বলে জানায় যুক্তরাষ্ট্র। ম্যাথিউ মিলার বলেন, সিরিয়ার রাজনৈতিক সমস্যা সমাধানে বাস্তব অগ্রগতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আসাদ সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে ইচ্ছুক নয়।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এখনো সিরিয়ার জনগণের স্বাধীনতা ও সম্মানের দাবিকে সমর্থন করে। ২০১১ সালের ১৫ মার্চ সিরিয়ারে আলোচিত বিক্ষোভের ১৩ বছর পার হয়েছে সম্প্রতি। যার সূত্রপাত বিদ্যালয়ের দেয়ালে কিছু ছাত্রের বাশার আল-আসাদ সরকারবিরোধী লেখালেখির মাধ্যমে, এক পর্যায়ে ওই প্রতিবাদ গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর দেশটিতে মারা গেছে অসংখ্য মানুষ। এ সময় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ ৪০ হাজার মানুষ।