গোয়ালন্দে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ৩১ মার্চ ২০২৪, ০১:৫৩
রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লি.এর উদ্যোগে উপজেলার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ মিলনায়তনে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি এ কার্যক্রম বাস্তবায়ন করে।
মোস্তফা ইন্ডাস্ট্রিজের পরিচালক সেলিম মুন্সির সভাপতিত্বে ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মুফতি আজম আহম্মাদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি। বিশেষ অতিথি ছিলেন, পৌর প্যানেল মেয়র ফজলুল হক, মুফতি শামসুল আলম, বাজার জামে বড় মসজিদের পেশ ইমাম হাফেজ আবু সাইদ প্রমুখ। এ ছাড়া উপজেলা থেকে আসা ইসলামিক ফাউন্ডেশন শিক্ষা কেন্দ্রের ৪০ জন মহিলা শিক্ষকসহ ৩৩০ জন ইমাম মুয়াজ্জিন এ সময় উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা