কুমিল্লায় ঘরে ঢুকে যুবককে হত্যা
- কুমিল্লা প্রতিনিধি
- ২৮ মার্চ ২০২৪, ০০:৫৭
কুমিল্লার বরুড়ায় নিজ ঘরে ঢুকে মো: শরীফ (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। পৌরসভার শালুকিয়া গ্রামের নিজ ঘর থেকে গতকাল সকালে ওই যুবকের লাশ উদ্ধার করেছে বরুড়া থানার পুলিশ। সে ওই গ্রামের মৃত বাবুল মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা শরীফের ঘরের দরজা খোলা ও ভেতরে মাটিতে রক্তাক্ত অবস্থায় শরীফের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশের একটি টিম এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা শরীফকে হত্যা করেছে এ বিষয়ে তারা কিছুই বলতে পারেনি।
জানা গেছে, শরীফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার নামে বরুড়া থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। ওই দিন সে ঘরে একা ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা