পুলিশি বাধায় রফিকুল ইসলাম মাদানির মাহফিল পণ্ড
- নেত্রকোনা প্রতিনিধি
- ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সদ্য কারামুক্ত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানির ওয়াজ মাহফিল পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার রাতে নিজ জেলা নেত্রকোনা পৌর এলাকার বর্শীকুড়ায় স্থানীয় যুব সমাজ কর্তৃক আয়োজিত এক ওয়াজ মাহফিলে এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে নেত্রকোনা পৌর এলাকার বর্শীকুড়া নামক স্থানে যুবসমাজ কর্তৃক এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে বহুল আলোচিত শিশু বক্তা হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মাদানিকে প্রধান অতিথি করা হয়। বিকেল থেকে ওয়াজ মাহফিল শান্তিপূর্ণভাবেই চলতে থাকে। রাত সোয়া ১০টার দিকে রফিকুল ইসলাম মাদানী স্টেজে উঠে বক্তব্য শুরুর প্রাক্কালে নেত্রকোনা মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে মাদানীকে স্টেজ থেকে নামিয়ে দেয়। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ওসি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
নেত্রকোনা মডেল থানার ওসি মো: লুৎফুল হক গতকাল বুধবার সন্ধ্যায় নয়া দিগন্তকে বলেন, প্রশাসন কর্তৃক ওই ওয়াজ মাহফিলের কোনো অনুমতি ছিল না। তাই আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় মাহফিল বন্ধ করে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা