১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব নয় : শ্রমিক কল্যাণ ফেডারেশন

-

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান গতকাল এক যৌথ বিবৃতিতে গত ১ জুন জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রত্যাখ্যান করে বলেছেন, অর্থমন্ত্রীর উত্থাপিত বিশাল বাজেটে শ্রমজীবী মানুষের সাথে চরম বৈষম্য করা হয়েছে। এই বাজেটকে কোনোভাবেই শ্রমবান্ধব বলা যাবে না।
নেতৃদ্বয় বলেন, সরকার উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে ফেলেছে। সরকারের উন্নয়ন সাধারণ মানুষ তথা শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সাধারণ জনগণের পেট ও পকেট আজ স্বস্তিতে নেই। এক দিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি চলছে; অন্য দিকে কর্মসংস্থানহীন অবস্থায় রয়েছে কোটি কোটি মানুষ। প্রস্তাবিত বাজেটে এসব মানুষের জীবন স্বাভাবিক করার কোনো নির্দেশনা নেই। এই কথা দিবালোকের মতো স্পষ্ট- দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কোনো গুরুত্ব সরকারের কাছে নেই।
যদি থাকত বাজেটে তার প্রতিফলন থাকত। অথচ দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য শ্রমজীবী মানুষ সর্বদা মাথার ঘাম পায়ে ফেলে অনবরত কষ্ট ভোগ করে যাচ্ছে। আজ তারাই রাষ্ট্রের দুয়ারে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে তাদের অবদানকে তুচ্ছ করে দেখা হচ্ছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement