ভোলায় মৃত ব্যক্তির দোয়ায় অংশগ্রহণ করতে গিয়ে দুই যুবদল নেতার মৃত্যু
- ভোলা প্রতিনিধি
- ০৩ জুন ২০২৩, ০০:০০
ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত নুরে আলম উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আবুল কালাম তাসরিফ-১ লঞ্চের ক্যান্টিনের ম্যানেজার ছিলেন। এরা দুই জনই দক্ষিণ জয়নগর ইউনিয়নের যুবদল নেতা ছিলেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নুরমিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৫ মে তাসরিফ লঞ্চের স্টাফ মো: সিহাব ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। আজ শুক্রবার বিকেলে দৌলতখানের নুরমিয়ার নিহত সিহাবের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য বিকেল চারটার দিকে মো: আলম ও আবুল কালাম মোটরসাইকেল যোগে খায়ের হাট থেকে এক মৃত ব্যক্তির দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য নুরমিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি নুরমিয়ার হাট সড়কের সনখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা