সাভারে ফুলকি ও সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে সভা অনুষ্ঠিত
- তুরাগ থানা সংবাদদাতা
- ৩০ নভেম্বর ২০২২, ০০:০৫
সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ধানসোনা ইউনিয়নে গাজিরচট এ ম উচ্চবিদ্যালয়ে ফুলকি ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়।
তহুরুননেছা লাকীর সঞ্চালনায় ফুলকির প্রকল্প ব্যবস্থাপক ফারাহ তহসীনের সভাপতিত্বে এবং গাজী ইমন আহমেদের তত্ত্বাবধানে সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা কারা হয়।
সঞ্চালক তহুরুননেছা লাকী বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা মূলত গার্মেন্টকর্মীর শিশুদের নিয়ে কাজ করছি। তিনি এ প্রসঙ্গে বলেন, গার্মেন্টকর্মীরা সারা দিন তাদের কর্মস্থলে থাকতে হয়, তাই তাদের সন্তানদের দেখভাল করার সময় পান না। ফলে তাদের সন্তানগুলো অনেকটাই অসহায় অবস্থায় থাকে। অনেক সময় অপহরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা বা বিপদের সম্মুখীন হয়। সে জন্য ফুলকির তত্ত্বাবধানে এসব শিশুর অপরাজিতা প্রকল্পের মাধ্যমে তাদের সারা দিন নিরাপত্তার সাথে থাকা এবং লেখাপড়ার সুব্যবস্থারসহ নানাবিধ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।
মিটিংয়ে সাভার উপজেলা সমাজেসেবা কর্মকর্তা ও গার্মেন্টের মালিকসহ সাভার উপজেলার ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ, ডাক্তার, শিক্ষক, আইনজীবী, এনজিওকর্মী, মসজিদের ইমাম এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা