১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা, দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

-

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে কর্মচারীদের হামলার শিকার হয়েছেন দুইজন সাংবাদিক। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএ কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএমডিএর দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আহত দুই সাংবাদিক হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। আর সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন- বিএমডিএর ভাণ্ডার রক্ষক মো: জীবন ও গাড়ি চালক আব্দুস সবুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৮টায় অফিস শুরু হওয়ার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সে বিষয়ে নিউজ করতে ওই দুই সাংবাদিক বিএমডিএ কার্যালয়ে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে কর্মচারীদের হামলার শিকার হন তারা।
হামলার শিকার বুলবুল হাবিব গণমাধ্যমকে জানান, হামলায় তিনি ও তার ক্যামেরাপারসন রুবেল আহত হয়েছেন। বর্তমানে রুবেলের অবস্থা গুরুতর। তাকে রামেক হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement