যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ জুলাই ২০২২, ০৫:১৪
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশরাফুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশরাফুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের পোস্টমর্টেম করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, আশরাফুর রহমানের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার মহিষা গ্রামে। তিনি পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। তাকে ছুরিকাঘাত করেছেন কসাই শ্যামল। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, যখন আশরাফুর রহমানকে ছুরিকাঘাত করা হয়, তখন স্থানীয় শ্যামল নামের এক ব্যক্তির হাতে ছুরি দেখেছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।
আশরাফুর রহমান পরিবার নিয়ে বিবির বাগিচা এলাকায় থাকতেন। তার স্ত্রী হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, বেলা ২টার পর তার স্বামী বাসা থেকে বের হন। বিকেল ৫টায় খবর পান, যাত্রাবাড়ীর মাছের আড়তে তার স্বামীকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ছুরিকাঘাত করেছে। পরে গুরুতর আহত আশরাফুরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুর মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা