২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভারতের বেসামরিক বিমান খাত চাঙ্গা করার উদ্যোগ

-

ভারতের বেসামরিক বিমান পরিবহন খাত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। করোনা মহামারীর পূর্ব পর্যায়ে নিয়ে যেতে ১৫ দিনের জন্য ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। এতে করে বিমানে যাত্রী পরিবহন বেড়েছে। গত সপ্তাহে একদিনে অভ্যন্তরীণ রুটে চার লাখ যাত্রী পরিষেবাকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এ খাতকে চাঙা করতে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জয়তি রাদিত্য সিন্দিয়া। এএনআই।
মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ রুটে যাত্রী বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য ঘটনা। আমাদের বিমান পরিবহন খাত নাজুক অবস্থা অতিক্রম করেছে করোনাকালে। কিন্তু আমরা পরিস্থিতি কাটিয়ে উঠছি। এখন প্রতিদিন তিন-চার লাখ লোক বিমানে যাতায়াত করছে। এ সংখ্যা বাড়ছে। আশা করি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই করোনা পূর্ব পরিস্থিতি ফিরে আসবে। ভারতের এ মন্ত্রী বলেন, বিমান কোম্পানিগুলো সরকারের কাছে ভাড়া নির্ধারণের বিষয়টি তুলে দেয়ার দাবি জানিয়েছে। আমরা তাদের শতভাগ যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছি। তারা তেলের দাম বৃদ্ধির বিষয়ে বলেছে। আমরা তাও দেখছি। মানুষের সামর্থ্য ক্রয়ক্ষমতা এবং প্রয়োজনের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছে সরকার।


আরো সংবাদ



premium cement