২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম

-

রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) (একাংশ)। এ ছাড়া আগামী ২৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে সাংবাদিক হত্যা, হয়রানি, নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের সুরক্ষার দাবিতে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে আলটিমেটাম দেয়া হয়।
ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক খায়রুল আলম।
সমাবেশে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিইউজে সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, দফতর সম্পাদক আমানউল্লাহ আমান, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, ইব্রাহিম খলিল খোকন, সলিম উল্লাহ সেলিম, আসাদুর রহমান, শফিক বাশার, আরটিভির ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল, দৈনিক জনতার ইউনিট চিফ আতাউর রহমান জুয়েল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement