২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ঈদের আগেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবি বামজোটের

-

আগামী ২৫ এপ্রিলের মধ্যে গার্মেন্টসহ সব খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বামজোট। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে বামজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের রক্ত ঘামে অর্জিত ন্যায্য পাওনা পরিশোধ নিয়ে কোনোরূপ টালবাহানা বা নয়ছয় করার কোনো অবকাশ নেই। তারা বলেন, ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন কম দেয়া বা কোনো যুক্তিতে বেতন কর্তন করারও কোনো প্রশ্ন নেই। তারা আরো বলেন, বেতন ভাতা শ্রমিকদের ন্যায্য পাওনা, কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, করোনার অতিমারী, সরকার ও মালিকদের স্বেচ্ছাচারীতা ও অমানবিক পদক্ষেপের কারণে শ্রমিকেরা গত দুই বছর ভালোভাবে ঈদ করতে পারেনি। তারা বলেন, খাদ্যপণ্যের ভয়াবহ ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি এমনিতেই কমে গেছে। তারা যে বেতন পায় তা দিয়ে মাসের ১৫ দিন চলাও কঠিন। এই সামান্য মজুরি নিয়েও যদি টালবাহানা করা হয় তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
নেতৃবৃন্দ ঈদের আগে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল- চিনিকলগুলোর শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করারও দাবি জানান। একইসাথে নেতৃবৃন্দ মুনাফাখোর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ বাজার নিয়ন্ত্রণে কার্যকরি পদক্ষেপ নেয়ারও দাবি জানান।
বামজোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির শাহ আলম, বাসদের বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার , গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চ ভূঁইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি - মার্কসবাদীর বিধান দাস প্রমুখ।


আরো সংবাদ



premium cement