চুয়াডাঙ্গায় বিএনপির ইফতারপার্টিতে আ’লীগের হামলা
- চুয়াডাঙ্গা সংবাদদাতা
- ১৩ এপ্রিল ২০২২, ০০:১৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিলে হামলা চালিয়ে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় হামলায় আহত বিএনপির দুই নেতাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের চিকিৎসা দেয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলায় নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে ইউপি সদস্য শাহিনের বাগানবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তবে ইউনিয়ন আওয়ামী লীগের দাবি, বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে যায়নি।
হঠাৎ করেই নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলীর নেতৃত্বে ২০-৩০ জন আমাদের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালাই। ভাঙচুর করে প্যান্ডেলসহ শতাধিক চেয়ার টেবিল।
ঘালদাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক সোহেল রানা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের অনুমতি ছাড়াই বিএনপির কিছু কর্মীরা সম্মেলন বা মিটিং করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে উচ্ছেদ করে দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা