১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইনজীবীদের সহযোগিতায় সত্যিকারের ন্যায়বিচার করা সম্ভব : বিচারপতি কৃষ্ণা দেবনাথ

-

আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেছেন, ন্যায়বিচার আসামি, আসামি পরিবার, ভিকটিম ও ভিকটিমের পরিবার চান। ন্যায়বিচার তিনিও চান তিনি আমাদের মাঝে নেই, যার আত্মা আমাদের আশপাশে ঘুরে বেড়ায়। সতিকারের বিচার আইনজীবীদের সহযোগিতায়, সঠিকভাবে মামলা উপস্থাপন করার মাধ্যমেই ন্যায়বিচার করা সম্ভব।
গত বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির লিখিত ‘এন ওভারভিউ অফ হানড্রেট সেন্সেশনাল মার্ডার কেস অব বাংলাদেশ’ শিরোনামে বইয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, আমার ৪১ বছরের বিচারিক জীবনে আপনাদের (আইনজীবী) কাছ থেকে অনেক শিখেছি।
তিনি বলেন, এখন থেকে ২০-২৫ বছর পরে তখন হয়তো আমরা অনেকেই থাকব না। এত বছর পরে আইন অঙ্গনে আজকের মতো খন্দকার মাহবুব হোসেনের মতো যারা থাকবেন তাদের একজন হবেন শিশির মনির। আমার বেঞ্চে যখন শিশির মনির দাঁড়াতো তখন আমি খুব ভরসা পেতাম। আইনের ব্যাখ্যা এবং রেফারেন্সগুলো তুলে ধরেন তিনি। এই যে ভরসাস্থল। একজন জুনিয়র আইনজীবী ও আদালতের ভরসাস্থল হিসেবে দাঁড়াতে পারেন সেজন্য আমার সামনে জুনিয়রদের উদ্দেশ্য করে বলব আপনারা এমন একটা জায়গায় যান।
বইটির মোড়ক উন্মোচন করে প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এই বইটি স্বর্ণখনির ন্যায় আইনজীবী ও বিচারকদের জন্য কাজে দেবে। এটিকে হ্যান্ডবুক হিসেবে থাকা উচিত।
সিনিয়র আইনজীবী এম শামসুল হক বলেন, একটা জাতি কতটা সংস্কৃতিমনা সেটা নির্ভর করে সে জাতির বিচার ব্যবস্থার ভূমিকার ওপর।
বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা, সৌদি কূটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা, এরশাদ শিকদারের মামলাসহ ১০০ গুরুত্বপূর্ণ মামলা একত্র করে গ্রন্থ রচনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গত বুধবার সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল