শতকত মাহমুদের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ এপ্রিল ২০২২, ০০:০৫
‘দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে’ সভা সমাবেশ করায় শওকত মাহমুদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে শওকত মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভা-সমাবেশ করায় এর ব্যাখ্যা চেয়ে আমাকে একটি চিঠি দিয়েছে বিএনপি। এ জন্য পাঁচ দিন সময় বেঁধে দিয়েছে। আমি বেঁধে দেয়া সময়ের মধ্যেই চিঠির লিখিত জবাব দেবো।
উল্লেখ্য, গত ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির’ দাবিতে ‘পেশাজীবী সমাজের’ ব্যানারে সমাবেশ হয়। ওই সমাবেশে শওকত মাহমুদসহ বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সমাবেশে লে. জেনারেল (অব:) চৌধুরী হাসান সরওয়ার্দীও উপস্থিত ছিলেন।
এই নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় এবং শওকত মাহমুদের কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা