১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দখলে বন্ধ হয়ে যাওয়া লাউতলা খালে এখন পানির প্রবাহ

-

লাউতলা-রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ভরাট হয়ে যাওয়া খাল নতুন করে খনন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে এখন পানি প্রবাহ শুরু হয়েছে। চলছে নৌকাও। গতকাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ওই খালে নৌকায় ভ্রমণ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ খালের উপর অবৈধভাবে গড়ে ওঠে ট্রাক স্ট্যান্ড। ১৪ বছর ধরে থাকা সেই অবৈধ ট্রাক স্ট্যান্ড আমরা উচ্ছেদ করেছি খালটি বাঁচানোর জন্য। গত ২৩ জানুয়ারি খালটি উদ্ধারের কার্যক্রম শুরু করি। গতকাল থেকে খালে পানির প্রবাহ দেখতে পাচ্ছি। এ খালে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না। খাল পরিষ্কার রাখা ও তদারকির জন্য বিশেষ টিম গঠন করে দেয়া হবে এবং সিসি ক্যামেরা বসানো হবে। খাল দূষণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
আতিকুল ইসলাম বলেন, প্রায় এক বছর আড়াই মাস আগে ঢাকা ওয়াসা থেকে ২৯টি খাল বুঝে পাই। পাওয়ার পর থেকেই দেখছি-‘দখল’ আর ‘দূষণ’ এর কবলে খালগুলো মৃতপ্রায়। খালে স্বচ্ছ পানি প্রবাহ দেখার অভিপ্রায় নিয়ে আমরা কাজ করছি নিরন্তর।
নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কাজ করতে গিয়ে দেখেছি, মানুষ খালকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। খালে পলিথিন, পুরনো সোফা, কার্পেট, চটের বস্তাসহ বাসা-বাড়ির সব ধরনের ময়লা ফেলা হয়েছে। খালে ময়লা ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এ খাল দিয়ে নৌযান চলবে, মাছের চাষ হবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। এর জন্য সরকার ও সিটি করপোরেশনের সাথে জনগণেরও দায়িত্ব পালন করতে হবে। জনগণকে সংঘবদ্ধভাবে খাল দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল