২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কুয়েত সশস্ত্রবাহিনীর সাথে নবায়নকৃত দ্বিপক্ষীয় চুক্তি

-

ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গতকাল বুধবার বাংলাদেশ ও কুয়েত সশস্ত্রবাহিনীর মধ্যকার নবায়নকৃত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো: আবু সাঈদ সিদ্দিক এবং কুয়েত সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল ড. খালেদ আলী হাসান হাজী আল কান্দারী এই চুুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন, তাদের সুযোগ-সুবিধা ও আর্থিক সংশ্লিষ্টতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
গত শনিবার কুয়েত সশস্ত্রবাহিনীর তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকায় আগমন করেন। পরবর্তীতে ২৭-২৯ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত দুই দেশের সশস্ত্রবাহিনীর প্রতিনিধি দলদ্বয়ের মধ্যে প্রটোকল চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিগত ত্রিশ বছর ধরে বাংলাদেশ সশস্ত্রবাহিনী বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েত পুনর্গঠনে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। কুয়েত সশস্ত্রবাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement