২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অনাস্থা প্রস্তাব নিয়ে সুর নরম পাকিস্তানের বিরোধী জোটের

-

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য স্পিকারকে আজ সোমবারের সময়সীমা বেঁধে দিয়েছিল বিরোধী দলগুলো। দাবি পূরণ না হলে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সব গুরুত্বপূর্ণ বৈঠক ভ ুল করার হুমকি দিয়েছিল তারা। এর জন্য জাতীয় পরিষদে অবস্থান ধর্মঘটে বসার হুঁশিয়ারিও দেয়া হয়। গত শনিবার এক সংবাদ সম্মেলনে এসব হুমকি দেয়া হয়েছিল। তবে এ হুঁশিয়ারি উচ্চারণের কয়েক ঘণ্টার মাথায় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলগুলো। দ্য ডন।
বিরোধী দলগুলো সরাসরি হুমকি প্রত্যাহারের ঘোষণা না দিলেও সুর নরম করেছে। তারা এখন বলছে, ওআইসি সম্মেলনে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার আঁচ কোনোভাবেই পড়তে দেয়া যাবে না। জাতীয় পরিষদেই আগামীকাল মঙ্গলবার ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৮তম সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার রাতে বিরোধী দলগুলোর জোটের পক্ষ থেকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) তথ্যসচিব মরিয়ম আওরঙ্গজেব স্থানীয় সংবাদমাধ্যমগুলোর কাছে বিবৃতি পাঠান।
বিবৃতিতে মুসলিম দেশগুলোকে আশ্বস্ত করা হয়। বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিনিধি ও অন্য সম্মানিত ব্যক্তিদের উষ্ণ অভ্যর্থনা জানাবে বিরোধী জোট। ইসলামাবাদে অবস্থানকালে ‘ঐতিহ্যগত রীতি অনুযায়ী তাদের প্রতি আতিথেয়তা, সম্মান ও আন্তরিকতা দেখানো হবে।’এসব সম্মানিত অতিথির আগমনকে নিজেদের আনন্দ ও গৌরবের উৎস বলে উল্লেখ করা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ৮ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত মঙ্গলবার অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকার আসাদ কায়সারের প্রতি লিখিত আবেদন জানায় তারা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, লিখিত আবেদন জমা পড়ার ১৪ দিনের মধ্যে স্পিকারকে আলোচনার জন্য অধিবেশন ডাকতে হবে। তার মানে হলো, ২২ মার্চের মধ্যে অধিবেশন আয়োজন করতে হবে।


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়ায় ২৬টি অটোরিকশাসহ চোর চক্রের প্রধান গ্রেফতার ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়’ ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার! অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে ভারতে ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব নিয়ে কেন এত বিতর্ক তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টার মিডিয়া উইং ১৪৯ রানে অলআউট বাংলাদেশ ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান মাহমুদ চুয়াডাঙ্গায় ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে বিচারককে হত্যার দায়ে এক শেরিফ গ্রেফতার বাড়িতে আশ্রয় নেয়া তরুণকে বাঁচাতে এসিডে ঝলসে গেল ২ নারী

সকল