২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অনাস্থা প্রস্তাব নিয়ে সুর নরম পাকিস্তানের বিরোধী জোটের

-

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য স্পিকারকে আজ সোমবারের সময়সীমা বেঁধে দিয়েছিল বিরোধী দলগুলো। দাবি পূরণ না হলে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সব গুরুত্বপূর্ণ বৈঠক ভ ুল করার হুমকি দিয়েছিল তারা। এর জন্য জাতীয় পরিষদে অবস্থান ধর্মঘটে বসার হুঁশিয়ারিও দেয়া হয়। গত শনিবার এক সংবাদ সম্মেলনে এসব হুমকি দেয়া হয়েছিল। তবে এ হুঁশিয়ারি উচ্চারণের কয়েক ঘণ্টার মাথায় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলগুলো। দ্য ডন।
বিরোধী দলগুলো সরাসরি হুমকি প্রত্যাহারের ঘোষণা না দিলেও সুর নরম করেছে। তারা এখন বলছে, ওআইসি সম্মেলনে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার আঁচ কোনোভাবেই পড়তে দেয়া যাবে না। জাতীয় পরিষদেই আগামীকাল মঙ্গলবার ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৮তম সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার রাতে বিরোধী দলগুলোর জোটের পক্ষ থেকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) তথ্যসচিব মরিয়ম আওরঙ্গজেব স্থানীয় সংবাদমাধ্যমগুলোর কাছে বিবৃতি পাঠান।
বিবৃতিতে মুসলিম দেশগুলোকে আশ্বস্ত করা হয়। বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিনিধি ও অন্য সম্মানিত ব্যক্তিদের উষ্ণ অভ্যর্থনা জানাবে বিরোধী জোট। ইসলামাবাদে অবস্থানকালে ‘ঐতিহ্যগত রীতি অনুযায়ী তাদের প্রতি আতিথেয়তা, সম্মান ও আন্তরিকতা দেখানো হবে।’এসব সম্মানিত অতিথির আগমনকে নিজেদের আনন্দ ও গৌরবের উৎস বলে উল্লেখ করা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ৮ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত মঙ্গলবার অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকার আসাদ কায়সারের প্রতি লিখিত আবেদন জানায় তারা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, লিখিত আবেদন জমা পড়ার ১৪ দিনের মধ্যে স্পিকারকে আলোচনার জন্য অধিবেশন ডাকতে হবে। তার মানে হলো, ২২ মার্চের মধ্যে অধিবেশন আয়োজন করতে হবে।


আরো সংবাদ



premium cement
কেন দেশে গণপিটুনির ঘটনা ঘটছে, আইনে এর শাস্তি কী? কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ সংঘর্ষ ও অগ্নিসংযোগে উত্তাল দীঘিনালা : নিহত ৩

সকল