মুনাফাখোরদের হাতে বাজার থাকলে মানুষ বাঁচবে না : বামজোট
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ মার্চ ২০২২, ০২:১৪
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি প্রতিরোধে বামজোট আহূত ২৮ মার্চের হরতাল সফলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা ও তৎসংলগ্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বিজয়নগরে সমাবেশ করেছেন জোটের নেতৃবৃন্দ। সমাবেশে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবিলম্বে গরিব ও স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য জরুরিভিত্তিতে রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানিয়ে বলেন, মুনাফাখোর বাজার সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতার কাছে বাজার ছেড়ে দিয়ে মানুষকে রক্ষা করা যাবে না। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ এখনো পর্যন্ত কাগজে কলমে বন্দী। ভোজ্যতেলসহ কয়েক পণ্যের ভ্যাট প্রত্যাহারের কোনো সুফল এখনো ভোক্তারা চোখে দেখেনি। ভ্যাট বা শুল্ক প্রত্যাহারে যদি ব্যবসায়ীরাই আরো লাভবান হয় তাহলে মানুষের জন্য তা কোনো কাজে আসবে না। তিনি মানুষকে রক্ষার জন্য আগামী ২৮ মার্চ দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা