২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মেঘনা ও ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেডডুবি

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে এবং মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে পৃথক ঘটনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দু’টি বাল্কহেডডুবির ঘটনা ঘটেছে। মেঘনা নদীর দুর্ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছেন। যাত্রীবাহী লঞ্চ দুটোর যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছেছেন। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর সাথে ধাক্কা লেগে বালুবাহী বাল্কহেডটি ডুবে যায়। এতে মোতালেব মিজি (৫৫) নামে বাল্কহেডের লস্কর নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করে উদ্ধার তৎপরতা চালায়। বৃহস্পতিবার সকাল থেকে মেঘনা নদীতে উদ্ধার তৎপরতা শুরু হলেও বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ দিকে চাঁদপুর থেকে ডেমরাগামী বালুবাহী বাল্কহেডটি ডুবে গেলে বাল্কহেডে থাকা ছয়জনের মধ্যে একজন নিখোঁজ হয়। এদের মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মো: আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) তীরে উঠতে সক্ষম হন। এদের চারজন কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন। আর লস্কর মো: হৃদয় (১৮) লঞ্চে উঠে পালিয়ে যায়। অপর লস্কর মোতালেব মিজি নিখোঁজ হয়।
ডুবে যাওয়া বাল্ডহেডের সুকানি সবুজ জানান, লস্কর মোতালেব বালুবাহী জাহাজের ভেতরে আটকা পড়ে যায়। সে বের হতে পারেনি।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জহিরুল হক জানান, নিখোঁজ লস্কর মোতালেব মিজি বরিশালের ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির ছেলে। ডুবে যাওয়া দারুল মাকাম-৩ জাহাজটির মালিক ডেমরার মোহাম্মদ সুমন। গতকাল বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজের উদ্ধারে অভিযান পরিচালনা করে উদ্ধার তৎপরতা চলে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ এর উদ্ধার তৎপরতা চলছে।
বরিশাল ব্যুরো জানায়, ঢাকা থেকে বরিশালগামী সুরভী-৭ লঞ্চের সাথে সংঘর্ষে একটি বাল্কহেড ডুবে গেছে। বুধবার রাত ১১টায় মুন্সীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। তবে সুরভী-৭ লঞ্চের যাত্রীরা নিরাপদে বরিশাল পৌঁছেছেন।
ওই লঞ্চের যাত্রী ও বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন জানান, ঢাকা থেকে লঞ্চটি বরিশালে উদ্দেশে যাত্রা করার আনুমানিক দেড় ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে একটি বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা শ্রমিকদের নদীতে সাঁতার কাটতে দেখা গেছে। তিনি আরো বলেন, লঞ্চ নদীর তীরে নোঙর করে লঞ্চের ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে লঞ্চের কর্মচারীরা। ওই যাত্রী জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসেছে।

 


আরো সংবাদ



premium cement
রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ ভাইকে হত্যা করাতে ১৪ মাসের ষড়যন্ত্র ভান্ডালজুড়ি শোধনাগার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক রনো ও তার পরিবার চট্টগ্রাম পানগাঁও নৌরুট জনপ্রিয় করার উদ্যোগ

সকল