বগুড়ায় করোনায় স্কুলছাত্রের মৃত্যু
- বগুড়া অফিস
- ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:২৬
করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় আরাফাত রহমান (১৭) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে সোমবার তার মৃত্যু হয়। বগুড়া শহরের চক নাটাই এলাকার মানিক প্রামাণিকের ছেলে আরাফাত রহমান বগুড়ার গাবতলীর একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।
এ দিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৫ নমুনায় ৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩৩ দশমিক ৬০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৩২ দশমিক ০৫ শতাংশ। নতুন ৮৮ জনের মধ্যে বগুড়া সদরের ৪৬ জন, শাজাহানপুর ১২ জন, শেরপুর ৯ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, ধুনটে ৫ জন, শিবগঞ্জে ৩ জন, নন্দীগ্রামে ২ জন এবং বাকি ২ জন আদমদীঘির বাসিন্দা।
এ দিকে করোনায় মৃত আরাফাত রহমানের বড় বোন মোহনা জানান, তার ভাইয়ের কিডনি রোগ ছিল। কিন্তু সেটা কেউ জানতো না। এরই মধ্যে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। ১৭ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনা আক্রান্ত আরাফাত রহমানকে গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারি সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।