১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একজন অসৎ রাজনীতিবিদের পক্ষেই চিকিৎসক প্রকৌশলীদের হেয় করা সম্ভব

মির্জা আজমের প্রতি বিএমএ
-

চিকিৎসকদের হেয়প্রতিপন্ন করায় মির্জা আজম এমপির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ। বিএমএ সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, গত ১৯ জানুয়ারি জামালপুরের একটি সভায় মির্জা আজম বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলীদের চোর হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য অশালীন, আপত্তিকর, মানহানিকর, কল্পনা প্রসূত ও অবমাননাকর। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য স্বাধীনতার সম্মুখ সমরে দায়িত্ব পালনকারী চিকিৎসক সমাজকে হেয় করেছে। এ দেশের ভাষা আন্দোলন, মহান স্বাধীনতাযুদ্ধ, ভোট ও ভাতের অধিকার আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের সব আন্দোলন-সংগ্রামে চিকিৎসক সমাজের অবদান সর্বজনবিদিত। নেতৃদ্বয় বলেন, কেবলমাত্র কোনো অসৎ রাজনীতিবিদের পক্ষেই চিকিৎসক ও প্রকৌশলীদের বিরুদ্ধে এমন বক্তব্য দেয়া সম্ভব।
মুক্তিযুদ্ধ পরবর্তী পঞ্চাশ বছরে একমাত্র দেশের স্বাস্থ্য ব্যবস্থাই পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১০টি প্রশংসামূলক স্বীকৃতি অর্জন করেছে। সমসাময়িক সময়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রায় ১২ জন চিকিৎসক ও বৈশ্বিক মহামারী করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ১৯০ জন চিকিৎসক শহীদ হয়েছেন এবং প্রায় তিন হাজারেরও অধিক চিকিৎসকসহ প্রায় ৯ হাজার স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। যেখানে তাদের প্রায় সবার পরিবারের সদস্য তাদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। একজন রাজনীতিবিদ অর্বাচীনের মতো চিকিৎসকদের সব অর্জনকে খাটো করে তাদেরকে চোর বলে বক্তৃতার মঞ্চে শিহরণ সৃষ্টি করেন। এটি কেবলমাত্র অসৎ রাজনীতিবিদের পক্ষেই সম্ভব।
আমরা মনে করি, এভাবে উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে ওই রাজনীতিবিদ নিশ্চয় ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। অর্থনীতি ও উন্নয়নের চাকাকে ক্রমাগতভাবে এমনকি মহামারীর সময়েও সচল রাখতে এ দেশের প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রকৌশলী-চিকিৎসকদের কটূক্তি করে মির্জা আজম যে ঔদ্ধত্য দেখিয়েছেন তা নজিরবিহীন। অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ ভঙ্গ করেছেন। আমরা সংসদ সদস্যের এই দায়িত্বহীন বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল