১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শপিংমল এয়ারপোর্ট বাসস্ট্যান্ড নৌবন্দর রেলওয়ে স্টেশনসহ কর্মস্থলে নামাজের জায়গা রাখতে হাইকোর্টের রুল

-

প্রতিটি কর্মস্থলসহ সব শপিংমল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, নৌবন্দর ও রেলওয়ে স্টেশনে নামাজের জায়গা কেন সংরক্ষণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, ধর্ম মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ইলিয়াস আলী মণ্ডল। অন্য দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সেলিম আজাদ। একই সঙ্গে সংবিধান কর্তৃক ধর্মীয় অধিকার নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।


আরো সংবাদ



premium cement

সকল