২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে চট্টগ্রামের জয়

-

মেহেদি হাসান মিরাজের পরিবর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নতুন অধিনায়ক করা হয়েছে নাঈম ইসলামকে। নাঈম অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই দলকে বিজয়ী করেছেন। তবে তার দলের এই জয়ে মূল কৃতিত্ব বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। তার হ্যাটট্রিকে দলের ১৬ রানের জয়। ১৮তম ওভারের শেষ তিন বলে এনামুল, রাবি ভোপারা ও মোসাদ্দেক হোসেনের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এতেই ঘুরে যায় ম্যাচের চিত্র। ঘরের মাঠে গতকাল সন্ধ্যায় টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে মোসাদ্দেক হোসেনের সিলেট সানরাইজার্স ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৮৬ রানে গুটিয়ে যায়।
সিলেটের এনামুল হক একাই করেছেন ৭৮ রান। তিনটি ছক্কা ও ৯টি চারের মারের পর ১৭.৩ ওভারে দলীয় ১৬৪ রানে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দুই ছক্কা ও পাঁচটি চারের মারে অর্ধশতপূর্ণ করে ফিরেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার কোলিন ইনগ্রাম।
চট্টগ্রামের বোলারদের মৃত্যুঞ্জয় ৩৩ রানে তিনটি উইকেট পান। এ ছাড়া দু’টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ; একটি পান মেহেদি হাসান মিরাজ।
আগের চার ম্যাচের দু’টি করে জয়-পরাজয়ের পর নতুন অধিনায়ক নাঈম ইসলামের নেতৃত্বে দলের ব্যাটারদের কেউ সেঞ্চুরির দেখা পায়নি। একমাত্র উইল জ্যাকস অর্ধশত করেছেন। তিনটি ছক্কা ও সাতটি চারের মারে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। অন্যদের মধ্যে আফিফ হোসাইন ৩৮, বেনি হাওয়েল ৪১ ও সাব্বির রহমান ৩১ রান করেন। এ ছাড়া সদ্য বিদায়ী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১৩ রানে অপরাজিত ছিলেন।
সিলেটের তাসকিন, সোহাগ গাজী, মোসাদ্দেক হোসাইন, রাবি বোপারা ও মুক্তার আলী একটি করে উইকেট পান।


আরো সংবাদ



premium cement
হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়, এখনো বন্ধ ১৬ কারখানা বৈরুতে ইসরাইলি হামলার পর ‘খুবই উদ্বিগ্ন’ জাতিসঙ্ঘ ইসরাইল-হিজবুল্লাহর পাল্টা-পাল্টি হামলা, পূর্ণ মাত্রার যুদ্ধের শঙ্কা নানা বিপর্যয় পেরিয়ে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত চাকরির বয়সসীমা বাড়ানোর পক্ষে-বিপক্ষে যত যুক্তি কিয়েভ বেলারুশের বিরুদ্ধে গেলে ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী অনুপ্রবেশের হার কমেছে, বলছে হোয়াইট হাউস চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় বাংলাদেশ রাঙ্গামাটিতে একদিকে সড়ক ও নৌপথ অবরোধ, অন্যদিকে পরিবহণ ধর্মঘট

সকল