২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ১ আহত ৪

-

ওয়াশিংটনের একটি হোটেলে গত বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত ও আরো চারজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। ডিসি পুলিশ ডিপার্টমেন্ট টুইটার বার্তায় জানায়, বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি আবাসিক এলাকার কাছের একটি চেইন হোটেলে এ বন্দুক হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে একটি হাসপাতালে নেয়া হয়।
খবরে আরো বলা হয়, ‘হোটেল ডেজ ইন’-এর এ ঘটনায় গুলিবিদ্ধ চার প্রাপ্তবয়স্ক নারীকে এমপিডি শনাক্ত করেছে।’ সেখানে হামলার শিকার এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটন পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ওয়াশিংটনের পাশের একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হোটেলের একটি কক্ষে পার্টি চলাকালে বন্দুক হামলা শুরু হলে রাতে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়। ওই এলাকায় অনেক দূতাবাস ও নিউজ আউটলেট রয়েছে। পুলিশ কমান্ডার ডানকান বেডলিয়ন স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে বলেন, তারা অতীতে এ হোটেলের ব্যাপারে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘আমরা মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পেয়েছি এবং তা মোকাবেলায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে কাজ করছি।’ তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি।

 

 


আরো সংবাদ



premium cement
বৈরুতে ইসরাইলি হামলার পর ‘খুবই উদ্বিগ্ন’ জাতিসঙ্ঘ ইসরাইল-হিজবুল্লাহর পাল্টা-পাল্টি হামলা, পূর্ণ মাত্রার যুদ্ধের শঙ্কা নানা বিপর্যয় পেরিয়ে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত চাকরির বয়সসীমা বাড়ানোর পক্ষে-বিপক্ষে যত যুক্তি কিয়েভ বেলারুশের বিরুদ্ধে গেলে ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী অনুপ্রবেশের হার কমেছে, বলছে হোয়াইট হাউস চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় বাংলাদেশ রাঙ্গামাটিতে একদিকে সড়ক ও নৌপথ অবরোধ, অন্যদিকে পরিবহণ ধর্মঘট হিজবুল্লাহর ওপর হামলা কেন জোরদার করেছে ইসরাইল! ভারতে মাদরাসা নিয়ে কী হচ্ছে?

সকল