চান্দিনায় পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
- চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
- ৩১ মে ২০২১, ০২:৪০
কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামে পুকুরে ডুবে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলোÑ কুটুম্বপুর গ্রামের মো: মনির হোসেনের ছেলে মো: ইয়াছিন আরাফাত (৭) ও একই ইউনিয়নের নাওতলা গ্রামের মৃত মো: নুরুল ইসলামের ছেলে মো: নিরব আহমেদ (৮)। নিহত শিশুরা পরস্পর খালাতো ভাই।
জানা যায়, রোববার দুপুরে দু’জন শিশু কুটুম্বপুর পূর্বপাড়ায় পরিবারের লোকদের দৃষ্টির অগোচরে পুকুরে পানিতে পড়ে যায়। স্থানীয়রা টের পেয়ে পানি থেকে তুলে তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মেহনাজ আক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের জেঠা মোহাম্মদ মুন্সি জানান, শিশু নিরব আহমেদের বাবা গত ৬ বছর আগে মারা যান। একমাত্র সন্তানকে নিয়ে মা রীণা আক্তার বোনের বাড়ি কুটুম্বপুরেই বসবাস করতেন। রোববার দুপুরে খেলার সময় খালাতো ভাই ইয়াছিন আরাফাত পানিতে পড়ে গেলে তাকে নিরব বাঁচাতে যায়। এ সময় দু’জনই পানিতে ডুবে যায়।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো জানান, বিকেল সাড়ে ৩টা দু’জন শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন তাদের অভিভাবকরা। শিশু দু’জনই মৃত অবস্থায় ছিল।
এ ব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নুরুল বাশার জানান, মৃত্যুর বিষয়টি শুনেছি। এটি খুবই মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা কেউ থানায় খবর দেয়নি।