সাভারে জেএমবির দুই সদস্য আটক
- ইউএনবি
- ২৬ ডিসেম্বর ২০২০, ০১:৩০
সাভারে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) সদস্যরা। গতকাল শুক্রবার সকালে সাভারের উলাইল ও আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন- জেএমবির সদস্য আহসান হাবিব (২৭) ও আলমগীর (২৭)। পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের উলাইল ও আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে জেএমবির এ দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদেরকে কাছ থেকে বিপুল পরিমাণ বইসহ বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়। পরে দুপুরে সাভার মডেল থানায় আটক দুই উগ্রবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশিচত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা