তুরাগে ডিবি পরিচয়ে ডাকাতি : ৬ জন গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ মার্চ ২০২০, ০০:০১
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির অভিযোগে রাজধানী থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলোÑ মোস্তফা কামাল ওরফে লিটন, শাহাব উদ্দিন, শফিকুল ইসলাম, নাছির উদ্দিন, আলমগীর শেখ ও শফিকুল ইসলাম। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউট গুলি, চারটি চাপাতি, চারটি ওয়াকিটকি সেট, দু’টি ডিবি জ্যাকেট, একটি হ্যাটকাপ, দুটি ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর তুরাগ থানাধীন ধওর বেড়িবাঁধ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, তুরাগ এলাকায় নিয়মিত টহলের সময় ধওর বেড়িবাঁধ এলাকায় একটি হায়েচ মাইক্রোবাস থেকে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় ৮-১০ জনের একটি দল রাস্তায় গাড়ি থামানোর চেষ্টা করছে। বিষয়টি ঘটনাস্থলে দায়িত্বরত র্যাব-১-এর টহল দলের কাছে সন্দেহ হলে তারা দঝপত মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। এ সময় অভিযান পরিচালনা করে চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১-এর স্কোয়াড কমাটার এএসপি সালাউদ্দিন জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অতু, গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হ্যাটকাফ এবং পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
র্যাব জানায়, চক্রটি ব্যাংকসহ বিভিন্ন ব্যাবসায়িক এলাকায় ওঁৎ পেতে থেকে ব্যবসায়ীদের টার্গেট করে ডিবি পরিচয়ে ছিনতাই বা ডাকাতি করে সর্বস্ব কেড়ে নেয়। তারা দীর্ঘ দিন রাজধানী ও আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতি করে। এর আগে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার তারা র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা