১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন
- নিজস্ব প্রতিবেদক
- ০২ ডিসেম্বর ২০১৯, ০০:২৬
জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ। আগামী ১২ ডিসেম্বর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করে নির্বাচন কমিশন (ইসি) গতকাল তফসিল ঘোষণা করেছে। গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো: আলমগীর।
তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর। প্রত্যাহারে শেষ দিন ২২ ডিসেম্বর। উপনির্বাচনে এই আসনে সব কেন্দ্রে ইভিএমে ভোট হবে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। তিনি বলেন, এ সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা, চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা