১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রেমিকার সামনে প্রেমিককে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

-

রাজধানীর হাজারীবাগে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রেমিকার সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে এক প্রেমিককে। নিহতের নাম আরিফুল ইসলাম সজল (২২)। গতকাল মঙ্গলবার রাত ৮টায় হাজারীবাগ থানাধীন রায়েরবাজার ঢালে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের প্রেমিকা জানান, গত রাত ৮টায় তারা দু’জন রায়েরবাজার ঢালে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় দুই-তিনজন যুবক তাদেরকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে। একপর্যায়ে তাকে উত্ত্যক্ত করলে সজল প্রতিবাদ করে। এর মধ্যে তাদের কথাকাটাকাটি শুরু হলে সজল একজনকে একটি থাপ্পড় দেয়। এ সময় ওই যুবক চলে গিয়ে কিছুক্ষণ পর একসাথে ১০-১২ জন এসে সজলদের ঘিরে ধরে। পরে তারা সজলকে এলোপাতাড়ি বাঁশ দিয়ে পেটাতে থাকে। শত চেষ্টা করেও দুর্বৃত্তদের থামাতে পারেনি সে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন সজলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সোয়া ৯টায় চিকিৎসকরা সজলকে মৃত ঘোষণা করেন। সজল মোহাম্মদপুর সরকারি কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল। প্রেমিকাও স্থানীয় একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত তিন মাস আগে তাদের মধ্যে সম্পর্ক হয় বলে জানান তিনি।
নিহতের বাবা শহিদুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি একটি মেয়ের ফোন পেয়ে হাসপাতালে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে ছেলেকে আর জীবিত পাননি। তিনি বলেন, ছেলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় প্রাইভেট পড়েছে। সন্ধ্যার পর সে বাসা থেকে বের হয়। তিনি বলেন, সজলের সাথের মেয়েটিকে আমরা চিনি না। কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে সেটাও বলতে পারব না।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানকে হতাশ করে এক ম্যাচ আগেই সিরিজ জয় অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে : রিজভী নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান বদিউল আলমের হামলার শিকার মার্কিন রণতরী অনেকটা পালিয়ে বেড়াচ্ছে : হাউছি প্রধান ‘স্বৈরাচার সরকারের লোকজন শিক্ষিত হলেও নৈতিক জ্ঞান ছিল না’ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি যুদ্ধাপরাধের জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বোরেলের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার আহত ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার সুযোগ নেই : সেলিম উদ্দিন দুই বছরের মধ্যে প্রথম ফোনালাপ করলেন পুতিন ও জার্মান চ্যান্সেলর পাকিস্তান-বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট!

সকল