জাদুকরের বাসায় এসি বিস্ফোরণ দগ্ধ পরিবার
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ আগস্ট ২০১৯, ০০:০০
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেনÑ জাদুশিল্পী মো: মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী মারিয়া ফেরদৌস টুম্পা (২৬), মেয়ে মাহদি ইসলাম লাইবা (৮) ও ৮ মাসের ছেলে লিবান। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান বক্সকালভার্ট রোডের চারতলা বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৮ মাসের শিশুটিকে ওয়ার্ডে এবং বাকি তিনজনকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। ওই তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ শিশু লাইবার নানি নাজমা বেগম জানান, লিটন জাদুশিল্পী। তার স্ত্রী টুম্পা গৃহিণী। লাইবা গ্রিন রোডের একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তারা বক্সকার্লভার্ট রোডের নিজেদের চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকত। ভোরে তাদের বাসায় একটি বিকট আওয়াজ হয়। পরে তাদের রুমে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পেয়ে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।
মোহাম্মাদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ জানান, ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণের আগুনে তারা দগ্ধ হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা