ফেসবুক লাইভে ডিএমপি কমিশনার জনগণের গাড়ি রিকুইজিশন করবে না পুলিশ
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ আগস্ট ২০১৯, ০০:০০
গত চার বছরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কোনো গাড়ি রিকুইজিশন করেনি। আগামীতেও পুলিশ জনগণের গাড়ি রিকুইজিশন করবে না বলে জানিয়েছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। গত রোববার রাতে ডিএমপির ফেসবুক পেজের লাইভে এসে এ কথা জানান কমিশনার। এক নাগরিক পুলিশের গাড়ি রিকুইজিশনের বিষয়ে অভিযোগ করলে তার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। পুলিশ জনগণের গাড়ি রিকুইজিশন না করার কারণ হিসেবে তিনি বলেন, সরকার পুলিশের গাড়ি ভাড়ার জন্য পর্যাপ্ত টাকা দেয়।
এ সময় সারা দেশে ছেলেধরা গুজবের ব্যাপারে তিনি বলেন, ছেলেধরাসহ যারা বিভিন্ন ধরনের গুজব ছড়ায়, তারা স্বাধীনতা বিরোধী চক্র। স্বাধীনতার পর থেকেই যেমন দেশী-বিদেশী চক্র সক্রিয় ছিল, ঠিক তেমনই একটি চক্র বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে পুলিশ তাদের বিরুদ্ধে তৎপর রয়েছে। ইতোমধ্যে অনেককে গ্রেফতারও করা হয়েছে। অন্যদের নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
রাজধানীর বিভিন্ন সড়কে হিজড়াদের চাঁদাবাজি ও মানুষকে হয়রানি করার ব্যাপারে কমিশনার বলেন, বিষয়টিকে আমি হয়রানি বলব না, এটি গণ-উপদ্রব। তারা সমাজের অবহেলিত মানুষ, সেহেতু বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে। তবে আইনের মানুষ হিসেবে আমি বলব, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেয়া হয়Ñ ফেসবুকে দর্শকদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ডিএমপিসহ সরকারের বিভিন্ন সংস্থায় মোবাইল কোর্ট রাখা হয়েছে। বাড়তি ভাড়া নিলে অথবা এসির ভাড়া নিয়ে নন এসিতে বসালে আপনারা তাদের কাছে অভিযোগ করুন। সব জায়গায় থপুলিশের ক্যাম্প রয়েছে। সেখানেও আপনারা অভিযোগ করতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা