১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

কওমি শিক্ষাব্যবস্থা মূলধারার ওপরেই আছে : জমিয়ত নেতৃবৃন্দ

-

জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের সরকারি স্বীকৃতি নেয়া হয়েছে দেওবন্দের উসুলে হাশতেগানা, নীতি-আদর্শ, শিক্ষা কারিকুলাম ও স্বকীয়তাবোধ পরিপূর্ণরূপে বজায় থাকার শর্তের ওপর ভিত্তি করে। এসব শর্তে বিন্দুপরিমাণও ছাড় দেয়া বা আপস করার সুযোগ নেই। গতকাল এক যৌথ বিবৃতিতে জমিয়ত নেতৃদ্বয় এসব কথা বলেন।
তারা বলেন, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির গত ৩ ফেব্রুয়ারি সংসদে ‘কওমি শিাকে বাংলাদেশের প্রচলিত মূলধারার শিায় অন্তর্ভুক্ত করতে চাই’ বলে যে বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আমরা এর জোরালো প্রতিবাদ করছি। তারা বলেন, দেশের কওমি মাদরাসাগুলো মূল ধারার ওপরই আছে। ভারতের দারুল উলুম দেওবন্দ যেভাবে চলছে, আমাদের দেশের কওমি মাদরাসাগুলোও একই পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের কওমি মাদরাসাগুলো ভারতের দারুল উলুম দেওবন্দের শিক্ষাপদ্ধতি ও নীতি-আদর্শ অনুসরণ করে পরিচালিত হয়ে থাকে। সনদ স্বীকৃতির সরকারি প্রজ্ঞাপনেও এটা শতভাগ অটুট রাখার ওপর পরিষ্কার অঙ্গীকার আছে।
শিক্ষামন্ত্রী ‘প্রচলিত মূলধারার শিায় অন্তর্ভুক্ত করা’র কথা বলে নতুন করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এমন বক্তব্য একেবারেই অনাকাক্সিক্ষত। জমিয়ত নেতৃদ্বয় বলেন, দেশের আলেমসমাজ কওমি স্বকীয়তাবোধ অটুট রাখার বিষয়ে ঐক্যবদ্ধ এবং সচেতন রয়েছেন। শ্রতিমধুর বক্তব্য দিয়ে আলেমদের বিভ্রান্ত করে কওমি স্বকীয়তার কোনোরূপ তি করা যাবে না। ঈমান-আকিদা ও কওমি মাদরাসা শিক্ষার স্বকীয়তাবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও আঘাত আলেমসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে, ইনশা আল্লাহ।


আরো সংবাদ



premium cement
বগুড়ার সেই ছেলে মাকে খুন করেনি! নারীসহ গ্রেফতার ৩ বিমানে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদি বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইপিএ স্বাক্ষরে সম্মত বাংলাদেশ-জাপান ইরানের ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ‘শেখ হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার শপথ নিতে হবে’ রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক সিলেটে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার চোরাই মাল জব্দ জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে : ফখরুদ্দিন মানিক

সকল