জাতীয় প্রেস ক্লাবে আজ ইউনেস্কো বই প্রদর্শনী
- বাসস
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ দিনব্যাপী ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস ইন বাংলাদেশ নবমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ সকাল সাড়ে ১০টায় বই প্রদর্শনীর উদ্বোধন করবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম।
প্রদর্শনীতে ইউনেস্কো থেকে প্রকাশিত শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, জার্নাল, পোস্টার, রিপোর্ট, ম্যাগাজিন, ওয়ার্ল্ড হেরিটেজ ইত্যাদিবিষয়ক প্রকাশনাসামগ্রী প্রদর্শিত হবে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা