২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

-

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ভার্সিটি সিন্ডিকেটের এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সার্বিক নিরাপত্তার স্বার্থে আজ বুধবার সকাল ১০টা থেকে বিশ^বিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে। গতকাল বুধবার সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে শিক্ষর্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষর্থীরা প্রথমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবি ঘোষণা করে। পরে ভিসির পদত্যাগসহ ৬ দফার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ ঘটনার জরুরি সিন্ডিকেট সভায় ৪ সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয়।


আরো সংবাদ



premium cement