২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

মহানবীকে কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

-

মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে রাখাল রাহা ও হাসান গালিবের কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ধর্ষণে অভিযুক্ত র‌্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
গতকাল শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, ‘প্রশাসনে এখনো মুজিববাদী, ধর্মবিদ্বেষী, ধর্ষক ও দুর্নীতিবাজরা রয়ে গেছেন।
তাদের ব্যাপারে সরকারের কোনো ভূমিকা আমাদের চোখে পড়ছে না। এদেরকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছি, একত্র হয়েছি। প্রয়োজনে আবারও বিপ্লব হবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফ আলী সোহান বলেন, ‘শিক্ষা কমিশনের সেই রাখাল রাহা, যে তার মুসলিম নাম পরিত্যাগ করে রাখাল রাহা রেখেছে, সে আল্লাহ ও রাসূল সা:কে নিয়ে কবিতা এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জঘন্যতম কটূক্তি করেছে। আমরা তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সেই সাথে র‌্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানাই।’

 

 


আরো সংবাদ



premium cement